২০০ শিক্ষক-কর্মচারীর একমাসের বেতন ঘুস হিসেবে নেওয়ার অভিযােগ | Daily Chandni Bazar ২০০ শিক্ষক-কর্মচারীর একমাসের বেতন ঘুস হিসেবে নেওয়ার অভিযােগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মে, ২০২২ ১৪:৪৯
২০০ শিক্ষক-কর্মচারীর একমাসের বেতন ঘুস হিসেবে নেওয়ার অভিযােগ
অনলাইন ডেস্ক

২০০ শিক্ষক-কর্মচারীর একমাসের বেতন ঘুস হিসেবে নেওয়ার অভিযােগ

ঢাকার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক পরিদর্শকের বিরুদ্ধে মিনিস্ট্রি অডিটের নামে ২০০ জন শিক্ষক-কর্মচারীর পুরো একমাসের বেতনের অর্ধকোটি টাকা ঘুস হিসেবে নেওয়ার অভিযােগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ মে) অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও মো. আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেছে।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে শিক্ষা ভবন পরিদর্শন করে। সেখানে দায়িত্বপ্রাপ্ত পরিচালকের অনুপস্থিতিতে যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের সঙ্গে অভিযােগ নিয়ে আলােচনা হয়। এ বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে, কোনো প্রকার ঘুস প্রদান করা হয়েছে কি না তা যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে দুদক টিম।

দুদক এনফোর্সমেন্ট ইউনিট বৃহস্পতিবার ৮টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ৩টি অভিযান ছিল বলে জানায় সংস্থাটির জনসংযোগ দপ্তর।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন