শাজাহানপুরে বাঁশঝাড়ে অজ্ঞাত যুবতীর লাশ | Daily Chandni Bazar শাজাহানপুরে বাঁশঝাড়ে অজ্ঞাত যুবতীর লাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মে, ২০২২ ২১:৫৯
শাজাহানপুরে বাঁশঝাড়ে অজ্ঞাত যুবতীর লাশ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে বাঁশঝাড়ে অজ্ঞাত যুবতীর লাশ

বগুড়ার শাজাহানপুরে উপজেলায় বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়  ভিতর থেকে লাশটি উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। 
স্থানীয় এক স্কুল শিক্ষিকা জানায়,গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড় গোলাপি কালার কামিজ পরিহিত যুবতীর লাশ মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।গলায় ওড়না ফাঁস দিয়ে মাটিতে বসা অবস্থায় ছিল।তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম দাগ দেখা যায়। 

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানন,এখন পয়ন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হচ্ছে।এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন