টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১০:৫৫
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। রোববার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

এদিকে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানান, টস জিতলে তিনিও ব‍্যাটিং নিতেন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মহামুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।

শ্রীলংকা সম্ভাব্য একাদশ

দিমুথ করুনারত্নে (অধিনায়তক), ওশাদা ফারনান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), লাসিথ এম্বালদেনিয়া, কাসুন রাজিথা, প্রাভিন জায়াইক্রামা এবং বিশ্ব ফারনান্দো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন