মুন্সিগঞ্জে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব: শিল্পমন্ত্রী | Daily Chandni Bazar মুন্সিগঞ্জে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব: শিল্পমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৬:২২
মুন্সিগঞ্জে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব: শিল্পমন্ত্রী
অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব: শিল্পমন্ত্রী

মুন্সিগঞ্জে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (২১ মে) বেলা ১১টায় মুন্সিগঞ্জের সিরাজদীখানে তুলশিখালি এলাকায় কেমিক্যাল শিল্প পার্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন কেমিক্যাল শিল্প পার্কের কাজ শেষ হবে। এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে নিয়েছি। বিভিন্ন কারণে কিছুটা থেমে থাকলেও এখন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এ হাবকে ঘিরে মুন্সিগঞ্জের মানুষের বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে। একে ঘিরে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নতি হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন