নির্যাতনের শিকার সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত | Daily Chandni Bazar নির্যাতনের শিকার সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মে, ২০২২ ১৪:৪১
নির্যাতনের শিকার সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
অনলাইন ডেস্ক

নির্যাতনের শিকার সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত

গত বছর ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী সেই তরুণীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দলের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ওই তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, শনিবার ভারতের বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ওই বাংলাদেশি তরুণীকে পাচার ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ বাংলাদেশিসহ মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়। এর মধ্যে সাতজনকে যাবজ্জীবন, একজনকে ২০ বছর ও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ওই নারীর ওপর চালানো যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে দুই দেশের পুলিশ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন