টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মে, ২০২২ ১১:১৯
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। কেননা চট্টগ্রামে ড্র হয়েছিল প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারাত্নে জানিয়েছেন, তিনিও টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। এ উইকেটকে আগের অন্য ম্যাচগুলোর চেয়ে ভালো হিসেবে দেখছেন তিনি।

অন্যদিকে টাইগার অধিনায়ক মুমিনুল হক তার দলের কাছ থেকে প্রথম ইনিংসে বড় একটি সংগ্রহের আশা করছেন।

হোম অব ক্রিকেটে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন