তাপপ্রবাহ ফের শুরু, আরও বাড়তে পারে গরম | Daily Chandni Bazar তাপপ্রবাহ ফের শুরু, আরও বাড়তে পারে গরম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মে, ২০২২ ১৭:০৫
তাপপ্রবাহ ফের শুরু, আরও বাড়তে পারে গরম
নিজস্ব প্রতিবেদক

তাপপ্রবাহ ফের শুরু, আরও বাড়তে পারে গরম

ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। গরম বেড়ে তাপপ্রবাহের আওতা আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি কম থাকায় সোমবার বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। কিশোরগঞ্জ ছাড়া ঢাকা বিভাগের আর কোথাও বৃষ্টি হয়নি। তাই ঢাকায়ও গরম অনেকটা বেড়ে গেছে।

মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। এতে সৃষ্টি হয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

রাজশাহী, খুলনা ও যশোর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন