বগুড়ায় বার্মিজ চাকুসহ একাধিক মামলার ২ আসামী গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় বার্মিজ চাকুসহ একাধিক মামলার ২ আসামী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মে, ২০২২ ০১:২১
বগুড়ায় বার্মিজ চাকুসহ একাধিক মামলার ২ আসামী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বার্মিজ চাকুসহ একাধিক
মামলার ২ আসামী গ্রেফতার

বগুড়ায় সদর পুলিশ ফাঁড়ির অভিযানে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে শহরের সাতনাথা সপ্তপদী মার্কেটের সামনে থেকে দুইটি ধারালো বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামী ২ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুইজন হলেন, বগুড়া শহরের নারুলী এলাকার বাবুল ব্যাপারীর ছেলে রাজু ব্যাপারী (৩২) ও সুলতানগঞ্জপাড়ার সাইদুর রহমান সালেকের ছেলে সুমন সরকার (৩৫)। 
পুলিশের দাবি, গ্রেফতার দুইজন শহরের বিভিন্ন এলাকাত চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত। এরমধ্যে রাজুর বিরুদ্ধে ১০ টি ও সালেকের বিরুদ্ধে ৫ টি মামলা চলমান আছে।  
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর)  তাজমিলুর রহমান জানান, গ্রেফতার দুইজন পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। 
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গ্রেফতার দুইজন ধারালো চাকু দিয়ে সাতমাথাসহ আশপাশের এলাকায় অপরাধ সংঘটিত করতো বলে জানা গেছে। তারা উভয়ে একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের চাকুসহ গ্রেফতার করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন