ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মে, ২০২২ ২২:২০
ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে আহত হওয়ার একদিন পর সবুজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের জাফের মন্ডলের ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গত ২৭ মে সকাল ১০টার দিকে রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইলটি নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর আহত হয় সবুজ। পরে তাকে বগুড়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন