গোবিন্দগঞ্জে বন্ধ হলো অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে বন্ধ হলো অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মে, ২০২২ ২২:৩০
গোবিন্দগঞ্জে বন্ধ হলো অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে বন্ধ হলো অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার

মহামান্য আদালতের নির্দেশনায় বেঁধে দেওয়া সময়সীমার পর প্রথম দিনেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেণ্টার সীলগালা সহ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন হোসেনের নেৃত্বে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেণ্টারে অভিযান পরিচালিত হয়। এসময় গোবিন্দগঞ্জ পৌর শহরের মর্ডান ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার, আল-মদিনা ডিজিটাল ডায়াগনোস্টিক কনসালটেশন সেন্টার, সিটি ডায়াগনোস্টিক সেন্টার, জনতা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার, ডক্টরস ডায়াগনোস্টিক সেন্টার ও দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের অভিযান চলে। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের কাছে ক্লিনিক মালিক কর্তৃপক্ষ নিজেদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৬টি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তুহিন হোসেন বলেন, অভিযানের আজ প্রথম দিন। তাই স্বল্প পরিমাণে জরিমানা করে সতর্ক করা সহ অবৈধ প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন