সড়ক দূর্ঘটনায় ধুনটের কলেজ ছাত্র নিহত | Daily Chandni Bazar সড়ক দূর্ঘটনায় ধুনটের কলেজ ছাত্র নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুন, ২০২২ ২১:২৪
সড়ক দূর্ঘটনায় ধুনটের কলেজ ছাত্র নিহত
ধুনট বগুড়া প্রতিনিধি

সড়ক দূর্ঘটনায় ধুনটের কলেজ ছাত্র নিহত

বন্ধুকে কলেজে ভর্তি করাতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় বগুড়ার ধুনট উপজেলার কলেজ ছাত্র সেতু সাহা (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে জয়পুরহাট যাওয়ার পথে ক্ষেতলাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সেতু সাহা ধুনট সদরের কলেজপাড়া এলাকার বিশিষ্ট তেল ব্যবসায়ী স্বপন সাহার একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সেতু সাহা বগুড়া আজিজুল হক কলেজের অনার্স শেষবর্ষের ছাত্র। সে বগুড়ায় মেসে থেকে পড়ালেখা করতো। বৃহস্পতিবার সকালে সেতু তার এক বন্ধুকে জয়পুরহাট কলেজে ভর্তি করার জন্য বগুড়া থেকে মোটারসাইলযোগে রওনা দেয়। পথিমধ্যে ক্ষেতলাল থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইলটিকে সামনে থেকে ধাক্কা দিতে তারা সড়কে ছিটকে পড়ে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেতু ও তার বন্ধু উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেতুর মৃত্যু হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন