মান্দায় প্রবাসির স্ত্রীর ঘরে যুবক আটক | Daily Chandni Bazar মান্দায় প্রবাসির স্ত্রীর ঘরে যুবক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুন, ২০২২ ২৩:৩৬
মান্দায় প্রবাসির স্ত্রীর ঘরে যুবক আটক
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় প্রবাসির স্ত্রীর ঘরে যুবক আটক

নওগাঁর মান্দায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রবাসির স্ত্রীর ঘরে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক যুবকের নাম আল হাসিব (২১)। বুধবার রাতে উপজেলার কশব ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই গৃহবধূর স্বামী প্রায় ৫ বছর আগে বিদেশ যান। একমাত্র সন্তানকে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এ অবস্থায় প্রতিবেশী যুবক হাসিবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার রাতে যুবক হাসিব ওই গৃহবধূর ঘরে যান। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাঁদের আটক করেন।
আটক যুবক হাসিব বলেন, দেড় মাস ধরে ওই গৃহবধূর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল। বুধবার রাতে মোবাইলফোনে তাঁকে ডেকে নেওয়া হয়। ওই গৃহবধূর ঘরে থাকা অবস্থায় তাঁদের আটক করেন স্থানীয় লোকজন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দুজনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় অভিযোগ এনে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন