অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে বগুড়ায় চাল ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে বগুড়ায় চাল ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুন, ২০২২ ২৩:৪৬
অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে বগুড়ায় চাল ব্যবসায়ীকে জরিমানা
ষ্টাফ রিপোর্টার

অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে
 বগুড়ায় চাল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে পীরগাছা এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানের নেতৃত্বে ছিলেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার খালিদ বিন মনসুর।
অভিযানে থাকা কর্মকর্তারা জানান, অনুমোদনহীনভাবে অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে মেসার্স বাকী চাউল ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন