শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুপচাঁচিয়ায় উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুপচাঁচিয়ায় উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২২:৫৬
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুপচাঁচিয়ায় উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুপচাঁচিয়ায় উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদারের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সদস্য আনোয়ার হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, আ’লীগ নেতা মনোয়ার হোসেন চৌধুরী লিখন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শামছুল আলম টপি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ সূজা, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি সুমুনুজ্জামান সুমন প্রমুখ। এ বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন