সীতাকুণ্ডে বিস্ফোরণে ৮ ফায়ার কর্মী নিহত, হাসপাতালে ১৫ | Daily Chandni Bazar সীতাকুণ্ডে বিস্ফোরণে ৮ ফায়ার কর্মী নিহত, হাসপাতালে ১৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুন, ২০২২ ১৭:১৪
সীতাকুণ্ডে বিস্ফোরণে ৮ ফায়ার কর্মী নিহত, হাসপাতালে ১৫
অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে বিস্ফোরণে ৮ ফায়ার কর্মী নিহত, হাসপাতালে ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে আটজন হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে ভর্তি হয়েছেন ফায়ার সার্ভিসের আরও ১৫ জন। এদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।

রোববার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন।

এদিকে আগুনে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল। এখানে ক্ষণে ক্ষণে বিস্ফোরণ হচ্ছে। কেমিক্যালের জন্য আগুন নেভানো যাচ্ছে না। আমি পরিদর্শনকালে ছয়টি বিস্ফোরণ দেখেছি।

এর আগে শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে ছড়িয়ে পড়ে আগুন। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। ভেঙে পড়ে আশপাশের বাড়িঘরের জানালার কাচ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন