ধুমধাম করে দুই কুকুরের বিয়ে ভারতে | Daily Chandni Bazar ধুমধাম করে দুই কুকুরের বিয়ে ভারতে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২২ ১৪:২৪
ধুমধাম করে দুই কুকুরের বিয়ে ভারতে
অনলাইন ডেস্ক

ধুমধাম করে দুই কুকুরের বিয়ে ভারতে

ধুমধাম করে ভুরি ও কাল্লু নামে দুটি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার-অনুষ্ঠানের মতোই ছিল সব আয়োজন।

রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গহনা পরানোও হয়েছে কনেকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি।

সামাজিক মাধ্যমে বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, জিও নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন