দুপচাঁচিয়ায় নবাগত ইউএনওকে আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় নবাগত ইউএনওকে আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২২:৩৯
দুপচাঁচিয়ায় নবাগত ইউএনওকে আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় নবাগত ইউএনওকে আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

দুপচাঁচিয়ায় আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও কুশল বিনিময় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাইজুল ইসলাম, জিয়াউল হক, জ্যেষ্ঠ প্রভাষক হাম্মাদ আলী, কুতুব শাহাব উদ্দিন বাবু, প্রভাষক মোসফিকুর রহমান সবুজ, তাইফুল ইসলাম, মিলন আলী প্রমুখ। সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্কুল ও কলেজ পরির্দশনের জন্য আমন্ত্রণ জানালে তিনি সম্মতি প্রদান করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন