বগুড়ার রুমির কিডনীর চিকিৎসায় ৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar বগুড়ার রুমির কিডনীর চিকিৎসায় ৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২৩:২২
বগুড়ার রুমির কিডনীর চিকিৎসায় ৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

বগুড়ার রুমির কিডনীর চিকিৎসায় 
৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম রুমি কিডনীর জটিল রোগে আক্রান্ত হওয়ার তার চিকিৎসার সাহায্যার্থে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকার চেক চিকিৎসার জন্য এক কালিন অনুদান প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদানের চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, কেএম মাসুদুর রহমান বাপ্পিসহ গন্যমান্য ব্যক্তিগণ। আমিনুল ইসলাম রুমি কিডনীর জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার কিডনী প্রতিস্থাপন করতে হবে। এজন্য রুমি সকলের সহযোগিতা কামনা করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন