দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুন, ২০২২ ২৩:৫৯
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

দুপচাঁচিয়ায় গতকাল বুধবার সকালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রওশন আরা(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রওশন আরা নওগাঁ জেলার বদলগাছী থানার পয়নারা গ্রামের মাইনুল হাসানের স্ত্রী। এ ঘটনায় তাঁর স্বামী মাইনুল হাসান(৭২) ও কারের চালক আনিছুর রহমান(৪০) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-১৭-৬৩৬২) যোগে মাইনুল হাসান তাঁর স্ত্রী রওশন আরাকে নিয়ে বগুড়ার দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তিষিগাড়ী ফায়ার সার্ভিস কার্যালয়ের অদূরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রওশন আরা মারা যান। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।   
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় রওশন আরা নামের বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন