মালিককে বাঁচাতে বুলেটের সামনে কুকুর, মৃত্যু হলো হাসপাতালে | Daily Chandni Bazar মালিককে বাঁচাতে বুলেটের সামনে কুকুর, মৃত্যু হলো হাসপাতালে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২২ ১১:৪২
মালিককে বাঁচাতে বুলেটের সামনে কুকুর, মৃত্যু হলো হাসপাতালে
অনলাইন ডেস্ক

মালিককে বাঁচাতে বুলেটের সামনে কুকুর, মৃত্যু হলো হাসপাতালে

জগতে অন্যতম অনুগত প্রাণির নাম হলো কুকুর। যেকোনো ক্ষতিকর পরিস্থিতিতেও মালিককে ছাড়তে চায় না প্রাণিটি। মালিকের বিপদে ঝুঁকি নিতে থাকে সদা প্রস্তুত। ধরতে পারে জীবনবাজি।

ভারতের উত্তরপ্রদেশে এমনই এক নজির গড়েছে কুকুর। মালিককে বাঁচাতে ম্যাক্স নামের কুকুরটি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়ে। পরে এটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

জানা গেছে, কুকুরটির মালিকের নাম বিশাল শ্রীবাস্তব। নির্মাণ সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রতিবেশী অনিল ভার্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি।

প্রতিবেশী বলেন, নির্মাণ কাজের ফলে আশেপাশের স্কুলে পড়া শিশুদের জন্য বাধা তৈরি করবে।

এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। পরে অনিল বিশালকে লক্ষ্য করে গুলি ছোঁরা শুরু করে। এসময় কুকুরটি অনিলের ওপর হামলা করলে গুলিবিদ্ধ হয়।

এরপর কুকুরটিকে দ্রুত একটি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও এটিকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন