তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান | Daily Chandni Bazar তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২২ ২৩:১৭
তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দ ইনওয়ার হুসাইন বায়েজীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, ওয়াসিম আকরাম, সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন খন্দকার, সাবেক সহকারী প্রধান শিক্ষক সেরাজুল হক খন্দকার, সাবেক শিক্ষক আব্দুল মজিদ খন্দকার, বিদায়ী শিক্ষার্থী সামিউল হাসান, নওরিন সুলতানা ঐশী, নাফিসা নাওয়াল, শিক্ষার্থী তামিরা হাসান প্রমুখ। পরে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করেন। শেষে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন