এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৩ | Daily Chandni Bazar এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুন, ২০২২ ১৬:০৪
এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৩
অনলাইন ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলের স্মিথসবার্গের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে যে, দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর এক সংবাদ সম্মেলনে কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, সন্দেহভাজন ওই হামলাকারী পশ্চিম ভার্জিনিয়ার এবং তার বয়স ২৩ বছর। কলম্বিয়া মেশিনে কাজ করতেন ওই তরুণ। একশটিরও বেশি দেশে গ্রাহকদের কংক্রিট পণ্য সরঞ্জাম সরবরাহ করে এই কারখানা।

তবে সন্দেহভাজন ওই তরুণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলায় একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি।

সম্প্রতি বন্দুক হামলা কয়েক দফা বেড়ে গেছে যুক্তরাষ্ট্রজুড়ে। এসবের পেছনে করোনা মহামারি, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ২০২০ সালে রাজনৈতিক সহিংসতা এসবও ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ১১০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: ইউএসএ টুডে, এনবিসি নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন