শেরপুরে এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ | Daily Chandni Bazar শেরপুরে এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জুন, ২০২২ ২৩:৩৬
শেরপুরে এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ

বগুড়ার শেরপুরে হায়দার আলী (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে প্রথম শ্রেনীর এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (১২জুন) রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের আলামিনের ৭ বছরের শিশু কন্যা রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য তার বাড়ির একটি ঘরে প্রস্তুত হচ্ছিল। এ সময় একই গ্রামের ষাটোর্ধ বয়সী হায়দার আলী শিশুটিকে একা পেয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তার মা ও খালা এগিয়ে আসলে হায়দার আলী স্থান ত্যাগ করে। এ ঘটনায় শিশুটির মা বিলকিছ খাতুন ওইদিন রাতে বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন