একাই ৬ ইভটিজারকে মেরে ঘায়েল | Daily Chandni Bazar একাই ৬ ইভটিজারকে মেরে ঘায়েল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ১৭:৩৩
একাই ৬ ইভটিজারকে মেরে ঘায়েল
অনলাইন ডেস্ক

একাই ৬ ইভটিজারকে মেরে ঘায়েল

রাস্তায় বের হলে বিভিন্ন সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয় নারীদের। কখনও তারা ইভটিজিংয়ের শিকার হন, কখনও আবার তাদের যৌন হেনস্থারও শিকার হতে হয়। সারা বিশ্বেই নারীদের নিরাপত্তা সব সময়ই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তবে যুগের পরিবর্তনে অনেক নারীই এখন এসব পরিস্থিতি খুব ভালো ভাবেই সামাল দিতে পারেন। অনেকেই নিজেকে সাবলম্বী করে তুলছেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোও ঠিক মতো আয়ত্ত্ব করছেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, নির্জন একটি রাস্তায় এক নারীকে ঘিরে ধরেছে ছয় ব্যক্তি। তারা তাকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করছিল। কিন্তু ছয়জন মিলেও ওই নারীর কোনো ক্ষতিতো করতে পারেননি বরং তাদের উচিত শিক্ষা দিয়েছেন তিনি।

তাকে ঘিরে ধরে হেনস্তা করতেই পাল্টা প্রতিরোধ করেন তিনি। মার্শাল আর্ট জানা ওই নারী একাই ছয়জনকে লাথি-ঘুসি মেরে ঘায়েল করেন। ‘দ্য ফিজেন’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন