ধুনটে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই | Daily Chandni Bazar ধুনটে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুন, ২০২২ ২১:৫৪
ধুনটে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার ধুনট  উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সোমবার (১৩জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী মধ্যেপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিমগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত জয় আকন্দ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। তার বাড়িতে শুধু বৃদ্ধ মা থাকেন। সোমবার রাতে তার বৃদ্ধা মা প্রতিবেশীর বাড়িতে যান। তখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই তার বসতবাড়ির দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। 

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ১টি ইউনিট পাঠালে তারা আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু তাঁর আগেই তাদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। তবে ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন