মেক্সিকোতে পুলিশের গুলিতে ১০ ‌‘সন্ত্রাসী’ নিহত | Daily Chandni Bazar মেক্সিকোতে পুলিশের গুলিতে ১০ ‌‘সন্ত্রাসী’ নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুন, ২০২২ ১৬:১৬
মেক্সিকোতে পুলিশের গুলিতে ১০ ‌‘সন্ত্রাসী’ নিহত
অনলাইন ডেস্ক

মেক্সিকোতে পুলিশের গুলিতে ১০ ‌‘সন্ত্রাসী’ নিহত

মেক্সিকোর টেক্সকালটিটলান শহরে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলিতে দশজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

স্থানীয় প্রসিকিউটর অফিসের এজেন্টরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালালে পরে সংঘর্ষ বেধে যায় সন্ত্রাসীদের সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ১০ জন। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন বলে জানানো হয়েছে।

রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, গোলাগুলির পরে, আরও সাতজন বন্দুকধারীকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন আহত।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে ২০টি রাইফেলস, হ্যান্ডগান, কার্তুজ, গাড়ি, সামরিক বাহিনীর পোশাক এবং রেডিও সংশ্লিষ্ট যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন