
বগুড়ার ধুনটে আ’লীগ নেতাকে মারপিটের মামলায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি (বহিস্কৃত) এমএ তারেক হেলাল সহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুন) দুপুরে এমএ তারেক সহ ৩ জন আসামী বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আসামী পক্ষের আইনজীবি এ্যাড. খোদা বকস এতথ্য নিশ্চিত করেছেন।
অন্য আসামীরা হলেন, এমএ তারেক হেলালের ভাই আব্দুল আওয়াল ও নলডাঙ্গা গ্রামের আব্দুল আলিম।
জানাগেছে, গত ১০ মার্চ ধুনট সদর ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হুকুমআলী, ধুনট বাজার ও এলাঙ্গী বাজারে পৃথক পৃথক ভাবে আওয়ামীলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সব ঘটনায় ধুনট থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়। তন্মধ্যে এলাঙ্গী বাজারে সংঘর্ষের ঘটনায় এক গ্রুপের পক্ষে আ’লীগ নেতা মোজাফফর রহমান বাদী হয়ে গত ১৫ মার্চ আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল বলেন, অনেক আগেই ওই মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন