তাইওয়ানকে চীনের অংশ বলায় কাতারের সমালোচনা | Daily Chandni Bazar তাইওয়ানকে চীনের অংশ বলায় কাতারের সমালোচনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১২:৩০
তাইওয়ানকে চীনের অংশ বলায় কাতারের সমালোচনা
অনলাইন ডেস্ক

তাইওয়ানকে চীনের অংশ বলায় কাতারের সমালোচনা

ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার তাদের এক ওয়েবসাইটে তাইওয়ানকে চীনের অংশ বলে উল্লেখ করেছে। সে কারণে বুধবার কাতারের সমালোচনা করেছে তাইওয়ান।

যারা বিশ্বকাপের টিকিট কেটেছেন তাদের সবাইকে ‘হায়া' কার্ডের জন্য আবেদন করতে হচ্ছে। কারণ এই কার্ড কাতারের ভিসা হিসেবে কাজ করবে। মঙ্গলবার এই কার্ডের আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটের জাতীয়তা অংশের ড্রপ-ডাউন তালিকায় তাইওয়ানের নাম ছিল না। এর কারণ হিসেবে কাতারের এক কর্মকর্তা তাইওয়ানের নাগরিকদের চীনা হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন।

এরপর বুধবার ওয়েবসাইটে ‘তাইওয়ান, চীনা রাজ্য' এই শব্দগুলো যুক্ত করা হয়। সঙ্গে তাইওয়ানের পতাকা ব্যবহার করা হয়। কিন্তু ঐ শব্দগুলোও তাইওয়ানের নাগরিকদের ক্ষুব্ধ করেছে।

এর প্রতিক্রিয়ায় বুধবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে উ বলেন, আমাদের দেশকে খাটো করার চেষ্টা মেনে নেওয়া যায় না। তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে বিষয়টি সংশোধনের চেষ্টা করছেন বলেও জানান তিনি

কাতারের আয়োজকদের একটি ‘সুন্দর বিশ্বকাপ ফুটবল' উপহার দেওয়ার আহ্বান জানান উ। কোনো ‘অসঙ্গত রাজনৈতিক উপাদান' যেন বিশ্বকাপ আয়োজনে প্রভাব ফেলতে না পারে সে দাবিও জানান তিনি।

বিশ্বের বেশিরভাগ দেশের মতো কাতারের সঙ্গে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক সমস্যা এড়াতে অলিম্পিকের মতো প্রতিযোগিতায় ‘চাইনিজ তাইপে' নামে অংশ নিয়ে থাকেন তাইওয়ানের অ্যাথলিটরা।

সাম্প্রতিক সময় সরকারি নথিপত্র ও ওয়েবসাইটে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে উল্লেখ করতে বিভিন্ন দেশ ও কোম্পানির প্রতি চাপ প্রয়োগ করে আসছে চীন। এক্ষেত্রে ‘তাইওয়ান, চীনা রাজ্য', ‘তাইওয়ান, চীন' এসব শব্দ ব্যবহার করতে বলা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন