ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ | Daily Chandni Bazar ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৭:৫১
ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
অনলাইন ডেস্ক

ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি ঢুকায় বন্ধ হয়ে গেছে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ। ফলে অস্ত্রোপচার বিঘ্ন ঘটেছে বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাব্যবস্থায়।

শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে নিচতলার ওয়ার্ডগুলোয় পানি ঢুকতে শুরু করে। হাসপাতালের জেনারেটরে পানি ঢোকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া সিলেট সিটি করপোরেশনের বিশেষ জেনারেটরটি হাসপাতালে নিয়ে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এতে অন্তত নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অস্ত্রোপচার বিভাগটি সচল রাখা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন