দুপচাঁচিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামাদের ইন্তেকাল | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামাদের ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ১৯:৫৯
দুপচাঁচিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামাদের ইন্তেকাল
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামাদের ইন্তেকাল

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ডিমশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আ’লীগ নেতা আব্দুস সামাদ প্রাং(৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ১৯জুন রোববার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ১ছেলে, ৬মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। এদিন তার প্রথম জানাজার নামাজ বাদ আসর দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসা মাঠে(কেন্দ্রীয় ঈদগাহ মাঠ) অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি সদর ইউনিয়নের হাটসাজাপুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু রায়হান প্রামানিক, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, এসএম সাহিদ, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, আরিফুর রহমান প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন