সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত ৫৩ হাজার মানুষ পানি বন্ধি | Daily Chandni Bazar সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত ৫৩ হাজার মানুষ পানি বন্ধি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ২০:২১
সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত ৫৩ হাজার মানুষ পানি বন্ধি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত
৫৩ হাজার মানুষ পানি বন্ধি

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতের কারণে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে রবিবার সন্ধ্যা ৬টায় বীপদসীমার ৩৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার বসতবাড়ী,ফসলী জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্যারপানি প্রবেশ করেছে। বন্যা কবলিত এলাকায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। কৃষক পরিবারের লোকজন পাট ফসল  কেটে নিয়ে গিয়ে গরু ছাগলকে খাওয়াচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত  ২৪ ঘন্টায় যমুনার পানি ১৪ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে রবিবার সন্ধ্যা ৬টায় যমুনার পানি বিপদসীমার  ৩৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯টি ইউনিয়নের ৬৯টি গ্রাম এবং পৌরসভার ৪টি গ্রামসহ উপজেলায়  ৭৩টি  গ্রামের ১৩২৫০টি পরিবারের ৫৩০০০ মানুষ পানি বন্ধি হয়ে আছে ।  উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, জানান, ৫৫০ হেক্টর জমির পাট,১৭০ হেক্টর আউশ,২হেক্টর ভুট্টা এবং ৪ হেক্টর জমির সবজি ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে । উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির জানান, উপজেলায় ২৬টি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে আক্রান্ত হয়েছে ।  মাধ্যমিক শিক্ষা আফিস সুত্রে জানা গেছে,উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে বন্যার পানি প্রবেশ করেছে ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন