১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল | Daily Chandni Bazar ১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জুন, ২০২২ ১৫:১৮
১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
অনলাইন ডেস্ক

১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

আপিলে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিল করে গত ১৪ জুন গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে বলা হয়, ‘খ’ ও ‘গ’ তালিকার আপিল নিষ্পত্তিকালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের লাল মুক্তিবার্তা/গেজেট বাতিল করা হলো।

লাল মুক্তিবার্তা/গেজেট বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- গাজীপুর শ্রীপুরের মো. আ. বাতেন মুন্সী, কে এইচ নাজির আহমেদ মুক্তার ও মো. আ. কাদির মণ্ডল; গাজীপুর সদরের মো. মোফাজ্জল হোসেন, মতিউর রহমান ও মো. নুরুল হক; গাজীপুরের কাপাসিয়ার মো. জমির আলী, মো. সুলতান উদ্দিন, মো. রেহান উদ্দিন।

এছাড়া কিশোরগঞ্জ করিমগঞ্জের মো. আবু বাক্কার ছিদ্দিক; নরসিংদীর বেলাবোর নুরুল হক, পলাশের মো. কামরুল হোসেন মোল্লা ও মেজবাহ উদ্দিন সিকদার, মনোহরদীর মো. হারুন মিয়া এবং হবিগঞ্জ নবীগঞ্জের মো. সিরাজুল ইসলাম খানের মুক্তিযোদ্ধা গেজেট ও লাল মুক্তিবার্তা বাতিল করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন