ধুনটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক | Daily Chandni Bazar ধুনটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২২ ২৩:০০
ধুনটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
 করলেন জেলা প্রশাসক

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

                                                                   
বুধবার (২২ই জুন) বিকালে নৌকায় ঘুরে ঘুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বন্যা কবলিত মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ১ লিটার তেল, চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ লাইট, ওর স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়। 

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল খান, দপ্তর সম্পাদক আফসার আলী, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আশাফ আলী, ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ধুনট থানার এসআই রুহুল আমিন খান, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন, ধুনট পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন প্রমুখ । 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন