বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু | Daily Chandni Bazar বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুন, ২০২২ ১৪:৪০
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
অনলাইন ডেস্ক

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। শুক্রবার সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।

সার্বিক বিষয়ে নিয়ে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই। যারাই টিকিট কাটতে আসছেন সবারই টিকিটের চাহিদা ৭ তারিখ রাতের। ৭ তারিখ রাতে প্রতিটি গন্তব্যে হয়তো ৪টা করে গাড়ি যাবে। তাহলে সবাইকে তো আমরা ৭ তারিখ রাতের টিকিট দিতে পারব না। এ ছাড়া অন্যান্য দিনের কোন টিকিট বিক্রি হচ্ছে না। তা ছাড়া বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সব মিলে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম।’

ঈদে সড়কের অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এবার কোরবানির ঈদে গরুর ট্রাক আসবে, আবার যাত্রী নিয়ে বাসও যাবে সে ক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা আরও বেশি। ফলে স্বাভাবিক রুটিন অনুযায়ী গাড়ি চলবে। বিশেষ কোন ট্রিপ চালানোর এখনো চিন্তা ভাবনা করছি না আমরা। পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে আমরা দেখব বাড়তি ট্রিপ চালানো যায় কী-না।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন