বগুড়ায় কালিনারি বিষয়ক ফ্রি সেমিনার | Daily Chandni Bazar বগুড়ায় কালিনারি বিষয়ক ফ্রি সেমিনার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুন, ২০২২ ২২:২২
বগুড়ায় কালিনারি বিষয়ক ফ্রি সেমিনার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কালিনারি
বিষয়ক ফ্রি সেমিনার

বগুড়ায় মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজের তত্ত্বাবধানে কালিনারি ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের মফিজ পাগলার মোড় রোচাস রেস্টুরেন্টে দিনব্যাপি এ আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন আই সি আই ইন্টারন্যাশনাল ক্যালিনারি ইন্সটিটিউটের কর্পোরেট এক্সিকিউটিভ শেফ ড্যানিয়েল সি গোমেজ, মাস্টার অফ প্যাটিসারি শেফ ম্যাথিয়াস রোজারি, মাল্টি কুইজিন এক্সপার্ট শেফ ফাহমিদা নাজিম ও আই সি আই ইন্টারন্যাশনাল ক্যালিনারি ইন্সটিটিউট বগুড়া ব্রাঞ্চ ইনচার্জ শেফ মানিক মিয়া।
অনুষ্ঠানে শেফ ড্যানিয়েল সি গোমেজ শ্রোতাদের প্রাক্টিক্যালি ফুড আর্ট ও প্রেজেন্টেশন দেখান এবং কালিনারি আর্টসে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 
সেমিনারে উপস্থিত বগুড়ার খ্যাতিমান নারী উদ্যোক্তা তাহমিনা পারভিন শ্যামলী  জানান, বগুড়াতে এমন ফ্রি সেমিনারের আয়োজন করায় আই সি আই ইন্টারন্যাশনাল ক্যালিনারি ইন্সটিটিউটের কর্পোরেট শেফ ড্যানিয়েল সি গোমেজের কাছে বগুড়াবাসি কৃতজ্ঞ। এই সেমিনারের মাধ্যমে বগুড়ার নারী উদ্যোক্তারা ফুড বিজনেস সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছে। যা আগামী দিনে বগুড়ায় নারী উদ্যোক্তারা বড় ভূমিকা রাখবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন