উন্নয়নের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন: স্পিকার | Daily Chandni Bazar উন্নয়নের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন: স্পিকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ জুন, ২০২২ ১০:১৪
উন্নয়নের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন: স্পিকার
অনলাইন ডেস্ক

উন্নয়নের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন: স্পিকার

দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন। সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ প্রয়োজন।

শুক্রবার (২৪ জুন) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ‘উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর আর্থ-সামাজিক উন্নতি ও ক্ষমতায়ন দৃশ্যমান। অনগ্রসর নারীদের মূল স্রোতে সম্পৃক্ত করতে বর্তমান সরকার নারীবান্ধব নীতি ও আইন প্রণয়ন করেছে। শিক্ষা-স্বাস্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে নারীদের আইটি ও অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই আজ নারীর এই অগ্রগতি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে নারীদের বৃত্তের বাইরে বেরিয়ে এসে সব কার্যক্রমে মেধাকে কাজে লাগাতে হবে। জাতিসংঘের প্লানেট ৫০-৫০ অর্জন এখনো সম্ভব হয়নি। সবার চেষ্টায় সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

জেসিআই বাংলাদেশে সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের উপাচার্য ড. রুবানা হক। আরও ছিলেন উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড-২০২২ এর চিফ কো-অর্ডিনেটর তাসমিনা আহমেদ, ইভেন্ট ডিরেক্টর ইসরাত জাহান লিসা।

এদিন শমী কায়সার, মারিয়াম জাভেদ, খোদেজা ফরহাদ রুহি, সামিরা হিমিকা, নিগার সুলতানা, সুলতানা কাদের সিনহার হাতে পুরস্কার তুলে দেন স্পিকার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন