![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শনিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে স্থানীয় একটি পানশালার কাছাকাছি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২১ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, গ্রেফতার করা ওই ব্যক্তিকে মে মাসেই সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ওই সময় তাকে হুমকি বলে মনে করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের এখন তদন্তে কী বেরিয়ে আসে সেদিকে নজর দেওয়া দরকার। এর মধ্যে তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন