বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন | Daily Chandni Bazar বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুন, ২০২২ ১১:১৭
বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন

বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৪ জুন) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

বাইডেন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ বছর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন