সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত | Daily Chandni Bazar সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২২ ১৪:৫১
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। 

সোমবার (২৭ জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান। 

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।

এক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে বলেন, আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করবো।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় আমন্ত্রণে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করালে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন