পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ | Daily Chandni Bazar পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২২ ১৪:৫৬
পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ
অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ

পদ্মা সেতুতে গতকাল রবিবার ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।

গত শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন। সাধারণ যানবাহনের জন্য গতকাল রবিবার সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন