ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২২ ২২:২৯
ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে ডোবার পানিতে পড়ে গিয়ে আমেনা খাতুন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আমেনা খাতুন ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টার দিকে শিশু আমেনা খাতুন বাড়ির উঠানের খেলাধুলা করছিল। এসময় সে হামাগুড়ি দিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশে ছোট ডোবাতে অসাবধানবশত পানিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উপুড় হয়ে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমেনাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন