ধুনটে বিষপানে এক কিশোরীর মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে বিষপানে এক কিশোরীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২২ ২২:৪১
ধুনটে বিষপানে এক কিশোরীর মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বিষপানে এক কিশোরীর মৃত্যু

বগুড়ার ধুনটে বিষপানে বুলবুলি দাম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে ধুনট পৌর এলাকার দাসপাড়া গ্রামের শ্রী চন্দন দামের মেয়ে।

স্থানীয় লোকজন জানায়, রবিবার দুপুর ১২টার দিকে বুলবুলি দাম (১৭) তার নিজ বসতবাড়িতে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ধুনট থানার এসআই আব্দুল সালাম আজাদ বলেন, বুলবুলি দাম দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।

তার মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন