আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ | Daily Chandni Bazar আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ১৬:১৭
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ
অনলাইন ডেস্ক

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ

বন্যাদুর্গত আসামের চিত্র আরও স্পষ্ট হচ্ছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বন্যায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে।

বন্যার কারণে বিপর্যস্ত ২১ লাখের বেশি মানুষ। জানা গেছে, আটজনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে একজন করে মারা গেছে। কাছার এলাকায় এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। শিলচরের কয়েকটি এলাকা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বর্তমানে ২২টি জেলা পানিবন্দি অবস্থায় রয়েছে। ২ হাজার ২৫৪টি গ্রাম এখনো জলমগ্ন। ৫৩৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ।

বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ৭৪ হাজার ৬৫৫ দশমিক ৮৯ হেক্টর জমি পানিতে ডুবে আছে।

পুরো রাজ্যের আবহাওয়া পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন