শাজাহানপুরে সেনাপল্লী রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে সেনাপল্লী রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ২১:২৫
শাজাহানপুরে সেনাপল্লী রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে সেনাপল্লী রাস্তার উন্নয়ন  কাজের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে কাঁটাবাড়িয়া সেনাপল্লীর রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে  স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন মাধ্যমে রাস্তা কার্পেটিং কাজের  উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহবার হোসেন ছান্নু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,আড়িয়া ইউপি প্যালেন চেয়ারম্যান আব্দুল বাছেদ,সদস্য  সাইদুর রহমান,আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মাস্টার,সাংবাদিক জিয়াউর রহমান,শাহাদাত হোসেন,নজরুল ইসলাম মিলন,মিজানুর রহমান সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন