দুপচাঁচিয়া জেকে কলেজের সভাপতি মনোনীত হলেন মারুফ | Daily Chandni Bazar দুপচাঁচিয়া জেকে কলেজের সভাপতি মনোনীত হলেন মারুফ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ২১:৩২
দুপচাঁচিয়া জেকে কলেজের সভাপতি মনোনীত হলেন মারুফ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া জেকে কলেজের সভাপতি মনোনীত হলেন মারুফ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি(সংশোধিত) সংবিধি ২০১৯এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে দুপচাঁচিয়া জেকে কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দুপচাঁচিয়া, বগুড়া এর মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে সভাপতি হিসাবে মারুফ ইসলাম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে। গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল চলতি বছরের ২০আগস্ট পর্যন্ত, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গর্ভিনিং বডি গঠন সংক্রান্ত অভিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি(সংশোধিত) সংবিধি ২০১৯এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে ভাইন-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। ভাইস চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে চলতি বছরের ৪এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক(ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত কলেজ অধ্যক্ষকে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুপচাঁচিয়া জেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সরদার গর্ভনিং বডির সভাপতি পরিবর্তনের আদেশ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন