দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে খাড়িয়া নিশিন্দারা মহল্লার পালপাড়ায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিশিন্দারা পাকা রাস্তার মাথা হতে পালপাড়া প্রদীপের বাড়ি পর্যন্ত রাস্তার এ সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল। এসময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, মহল্লাবাসী মহেন্দ্রনাথ পাল, সোলায়মান আলী প্রামানিক, নীলকান্ত পাল, পৌরসভার কার্যসহকারী অপূর্ব সাহা ও ঠিকাদার মেসার্স চৌধুরী কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মাহফুজুল হাসান চৌধুরী বিদ্যুৎ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) এর অর্থায়নে ৪লাখ ৬২হাজার ২’শ ৪৭টাকা ব্যয়ে ১’শ ১০মিটার রাস্তার এ সিসি ঢালাই কাজ বাস্তবায়ন হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন