ধুনটে ঈদে বাড়তি নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা | Daily Chandni Bazar ধুনটে ঈদে বাড়তি নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ২১:৩৫
ধুনটে ঈদে বাড়তি নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে ঈদে বাড়তি নিরাপত্তা দিতে
আইনশৃঙ্খলা বিষয়ক সভা

বগুড়ার ধুনট উপজেলায় কোরবানির ঈদ উপলক্ষে হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার এসআই রুহুল আমিন খান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন