বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৩৮ | Daily Chandni Bazar বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৩৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ২৩:৩৫
বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৩৮
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের
আকষ্মিক অভিযানে গ্রেফতার ৩৮

বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। 
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। সদর থানা পুলিশের কয়েকটি টিম শহরের সাতমাথা, মাটিডালি, চারমাথা ও তিনমাথা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় ৩৮ জন নারী পুরুষকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ১৫ জন নারী ও ২৩ জন পুরুষ আছেন। তাদের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট,  ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙাইল, গাইবান্ধা, নারায়নগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ,  নওগাঁ,  দিনাজপুর, বরিশাল ও নাটোর জেলায়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন