নন্দীগ্রাম পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা | Daily Chandni Bazar নন্দীগ্রাম পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুন, ২০২২ ২২:৩০
নন্দীগ্রাম পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রাম পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার বাজটে এবারও নতুন করে কর আরোপ করা হয়নি।ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন পৌরসভার সচিব আব্দুল বাতেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন