দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক বগুড়া ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তুহিনকে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩০জুন রাতে তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। তার ওপর এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহপ্রচার সম্পাদক আবু রায়হান, সদস্য আজিজুল হক, বাহারাম আলী, খাইরুল ইসলাম দেওয়ান, আলাল হোসাইন, এসএম সাহিদ, আরিফুর রহমান প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন